খুব সহজেই নেটিভদের মত ১০০% ইউনিক গিগ ডেসক্রিপশন লিখুন

খুব সহজেই নেটিভদের মত ১০০% ইউনিক গিগ ডেসক্রিপশন লিখুন ফাইভারে গিগ দিতে গেলে, সব থেকে যে ঝামেলায় সবাই কম বেশি পরেন, সেটা হচ্ছে সুন্দর করে গিগের ডেসক্রিপশন লেখা। বিশেষ করে নতুনেরা সব থেকে বেশি এই সমস্যায় পড়েন। অনেকেই অন্যের গিগের ডেসক্রিপশন হুবহু কপি করে নিজের নামে চালিয়ে দেন। মনে রাখবেন ভুলেও এই কাজ করা যাবে না। ধরতে পারলে গিগ এমনকি একাউন্ট পর্যন্ত উধাও হয়ে যেতে পারে। এখন প্রশ্ন আসছে এ থেকে পরিত্রাণের উপায় কি? উত্তর হচ্ছে সুন্দর ভাবে গুছিয়ে নিজের মত করে প্রফেশনাল গিগ ডেসক্রিপশন লেখা। কিন্তু সমস্যা হচ্ছে, চাইলেই কি আর আমেরিকান নেটিভদের মত ১০০% ইউনিক গিগ ডেসক্রিপশন লেখা সম্ভব, যেখানে আমরা সবাই ইংরেজিতে কম বেশি কাচা। আমি বলব চাইলেই সম্ভব। আমি আজকে যে টিপস শেয়ার করব, সেটা ফলো করলে, আপনিও সহজেই সুন্দর গিগ ডেসক্রিপশন লিখতে পারবেন এবং সেটা হবে ১০০% ইউনিক।
কথা না বাড়িয়ে, সোজা কাজের কথায় চলে যাই। প্রথমে আপনি যে বিষয়ের উপর গিগ দেবেন, সেই রিলেটেড বেষ্ট সেলিং গিগ সার্চ করে অন্তুত ১০ টা গিগে থেকে আইডীয়া নেন। এর পরে সেই গিগগুলো থেকে আপনার ভাল লাগা অংশগুলো নিয়ে, আপনার গিগের ডেসক্রিপশন সাজান। হুবহু কপি হলেও সমস্যা নেই। আশা করি সহজেই আপনার গিগের ডেসক্রিপশন রেডি করে ফেলেছেন। এবার এই ডেসক্রিপশনকে ইউনিক করার পালা। এটা করার জন্য আপনি Wordtune ক্রোম এক্সটেনশন আপনার ব্রাউজারে ইন্সটল করুন। আপনার লেখা ব্রাউজারের কোথাও পেস্ট করুন। আপনি যে লাইনগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, সেটা হাইলাইট করুন। আপনি দেখতে পাবেন আপনাকে এই লাইনের বিকল্প, আরও বেশ কিছু লাইন সাজেস্ট করছে। আপনি যেটা উপযুক্ত মনে করেন সেটা সিলেক্ট করেন। দেখবেন আপনার হাইলাইট করা Sentence চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনার পুরা ডেসক্রিপশন চেঞ্জ হয়ে ১০০% ইউনিক হয়ে যাবে এবং কেউ কপিরাইট ধরতে পারবে না।
Wordtune মুলত AI টেকনোলজি ইউজ করে, ফলে আপনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা সে বুঝতে পারে এবং সেই অনুযায়ী ইউনিক Sentence আপনাকে সাজেস্ট করে। এখন থেকে আপনি শুধু গিগ ডেসক্রিপশন না, যে কোন লেখালেখির কাজে এটা ইউজ করতে পারবেন। বিশেষ করে যারা আর্টিকেল রাইটীং করেন, তাদের জন্য এটা বেশ কাজের একটু টল। এটার পেইড এবং ফ্রি দুইটা ভার্সন আছে। কাজ করার জন্য আপাতত ফ্রি ভার্সনই যথেষ্ট।
আশা করি এই টূলটি আপনি সহজেই ইউজ করতে পারবেন। বোঝার সমস্যা হলে লিঙ্কের ভিডিওটা ফলো করুন। আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে।
 
সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *