যুক্তরাষ্ট্রের ২০২০ সালের চাহিদাসম্পন্ন অনলাইন জব
আগের কোন একটা লেখায় বলেছিলাম, অনলাইন প্রফেশনে টিকে থাকতে হলে, নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে। শুধু তাই নয় যুগের চাহিদার সাথে মিল রেখে নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে। না হলে অনলাইনে টিকে থাকা যাবে না।
LinkedIn ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সব থেকে চাহিদা সম্পন্ন ১৫ টি কাজের লিস্ট প্রকাশ করেছে। যেহেতু USA হচ্ছে অনলাইন মার্কেটের সব থেকে বড় বাজার, কাজেই এই সব চাহিদা সম্পন্ন কাজগুলোর, যে কোন একটিতে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে অনলাইন প্রফেশনে আপনি সহজেই ভাল করতে পারবেন। আসুন কাজ গুলো একটু দেখে নেই,
-
Artificial Intelligence Specialist
-
Robotics Engineer
-
Data Scientist
-
Full Stack Engineer
-
Site Reliability Engineer
-
Customer Success Specialist
-
Sales Development Representative
-
Data Engineer
-
Behavioral Health Technician
-
Cyber security Specialist
-
Back End Developer
-
Chief Revenue Officer
-
Cloud Engineer
-
JavaScript Developer
-
Product Owner
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে এই ধরনের স্কিল্ড ফ্রিলান্সারের সংখ্যা একেবারেই হাতে গোনা। আমরা ফ্রিলান্সারেরা অনেকটা কুয়োর ব্যাঙের মত, সেই গতানুগতিক কিছু ক্যাটাগরির মধ্যেই নিজেদের আবদ্ধ রেখেছি। কুয়োর ব্যাঙের মত নিজেকে আবদ্ধ না রেখে, কুয়োর বাহিরে ফ্রিলান্সিং এর বিশাল জগতকে আবিস্কার করতে হবে।
একটা বিষয় আমার খারাপ লাগে, মার্কেটপ্লেস থেকে সামান্য কিছু ডলার ইনকাম করে আমরা স্ক্রিনশট শেয়ার করে বেড়াই। এমনকি কিছু সিনিয়র ফ্রিলান্সারদেরও দেখেছি এই ধরনের কাজ নিয়মিত করতে। তাদের জন্য আসলে করুণা হয়। তারা যদি নিজেদের প্রকৃত অবস্থা জানত তবে আসলেই লজ্জিত হত। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাতে পারি। বাংলাদেশের একজন হাইস্কিল্ড ফ্রিলান্সার, যিনি মুলত সফটওয়্যার টেস্টিং এর কাজ করেন, তার গত এক সপ্তাহের ইনকাম ৭ হাজার ডলার ছিল। তাহলে তার মাসিক এবং বাৎসরিক ইনকাম একটু আন্দাজ করেন।
যা হোক Linkdln এর “U.S Emerging Jobs Report 2020” পড়তে চাইলে নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিয়ে পড়তে পারেন।
ধন্যবাদ!
লেখাটি আমার ব্যাক্তিগত ব্লগে পূর্ব প্রকাশিত