আপনি যদি ফ্রিলান্সিং করতে চান, তবে নিচের এগুলো ফলো করতে হবে!

আপনি যদি ফ্রিলান্সিং করতে চান, তবে নিচের এগুলো ফলো করতে হবে!
১. একটা সুন্দর গোছানো অফিস!
২. একটা দামী বড় অফিস টেবিল!
৩. একটা দামী আরামদায়ক প্রেসিডেন্টসিয়াল চেয়ার!
৪. দুইজন অফিস সহকারী, সার্বক্ষণিক আপনাকে দেখভাল করার জন্য!
৫. ঠাণ্ডা গরম, মিনারেল পানির ব্যাবস্থা!
৬. অত্যন্ত দামী হাই কনফিগারেশনের পিসি!
৭. পিসির সাথে লাগানো তিনটা বড় বড় LED মনিটর!
৮. একটা ল্যাপটপ (Mac Book air হলে ভাল হয়) !
৯. দেয়ালে ঝোলানো একটা বড় LED টিভি (দেশের খবর, খেলা দেখার জন্য)!
১০. কফি মেকার, আলাদা কিচেন সেকশন, চা নাস্তা করার জন্য!
১১. দিনে কয়েকবার সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেয়া, যেন সবাই বুঝতে পারে আপনি একজন ফ্রিলান্সার! (ল্যাপটপের এপল লোগো, তিনটা মনিটর আর আপনার টেবিল চেয়ার যেন ছবিতে পরিষ্কার বোঝা যায়)
 
এবং শেষে, কিন্তু সর্বশেষে না, ফ্রিলান্সার হতে আপনাকে যেটা করতে হবে!!
 
উপরের সবকিছু ভুলে যান!
 
এসব আজাইরা স্বপ্ন দেখা বাদ দেন 🙂
 
আড়মোড়া ভেঙ্গে নিজের পিসি/ল্যাপটপ ওপেন করেন। কাজে নেমে পড়েন। পথে নামলে পথই পথ দেখায়। ফ্রিলান্সিং করার জন্য উপরের কোন কিছুই লাগে নারে পাগলা 😀
 
ডুয়েল কোরের পিসি দিয়ে, গ্রামে বসে ফ্রিলান্সিং করে এই পর্যন্ত ৭০K (টাকায় না ডলারে) ইনাকাম করেছে এই রকম ফ্রিলান্সারকে আমি চিনি 🙂
 
ধনবাদ!
 
পোস্ট ইন্সপিরেশনঃ Wakas Ahmed (আমার প্রিয় একজন অনলাইন ফ্রিলান্সিং এন্টারপ্রিউনার, যাকে আমি নিয়মিত ফলো করি)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *