NFCON ইভেন্টে GFXMENTOR – Imran Ali Dina স্যারের আগমন

#gfxmentor, Imran Ali Dina এই দুইটি নাম বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরে অত্যন্ত পরিচিত একটি নাম। বিশেষ করে যারা গ্রাফিক্স এবং ভিডিও নিয়ে কাজ করেন তারা কোন না কোন সময় এই চ্যানেল ভিজিট করেছেন। একজন পাকিস্তানি হয়েও ভাষার বাঁধাকে উপেক্ষা করে, নিঃস্বার্থভাবে মানুষের মনে কিভাবে যায়গা করে নেয়া যায়, তার বস্তব উদাহরণ Imran Ali Dina স্যার।

আমি নিজে তাকে ফলো করেছি এবং অসংখ্য মানুষকে তার gfxmentor ইউটিউব চ্যানেল সাজেস্ট করেছি। কত বিনিদ্র রাত যে তার ভিডীও দেখে কাটীয়েছি, সেটা বলে শেষ করা যাবে না। তার ইউটিউব চ্যানেলের ভিডীওগুলো চেক করলেই বুঝতে পারবেন, তিনি কতটা দরদ দিয়ে আমাদেরকে হাতে কলমে শেখান।

আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী ১৯শে আগস্ট শনিবার প্রায় ৩ হাজারের উপর অংশগ্রহণকারী নিয়ে ঢাকার বসুন্ধরার ICCB হল নং-৪ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে এযাবৎকালের সব থেকে বড় কনফারেন্স National Freelancers Conference 2023 (NFCON2023) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাল্লাহ Imran Ali Dina স্যার সহ আরও অনেক এক্সপার্ট এই প্রোগ্রামে তাদের স্পিচ দেবেন। প্রোগ্রামে ফ্রিল্যান্সারদের নিয়ে আরো অনেকগুলো চমৎকার প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি চলবে সবার সাথে নেটওয়ার্কিং এবং নলেজ শেয়ারিং। এমন চমৎকার আয়োজন কোন মতেই মিস দেয়া উচিৎ হবে না। আমাদের টিকেট এখনো ওপেন আছে। যে কোন সময় বন্ধ করে দেয়া হবে। লিংক কমেন্টে দেয়া হল।

ইনশাল্লাহ সবার সাথে প্রোগ্রাম দেখা হবে কথা হবে।

ধন্যবাদ!

(Imran Ali Dina স্যারের ভিসা এখনো কনফার্ম হয়নি। তিনি আজকে ভিসার জন্য এম্বেসিতে দাঁড়াবেন। সবাই দোয়া করবেন যেন তারা ভিসাটা সহজে হয়ে যায়। )

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *