ফ্রিলান্সার বচন

একজন ফ্রিলান্সার হচ্ছে সুপারম্যন, কারন হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে, বায়ারের হাজারো প্যারা সহ্য করে, সর্বোপরি সমাজ এবং দেশের বৈরিতা উপেক্ষা করে বহাল তবিয়াতে টিকে আছে। শুধু টিকে নয় রাজার হালে আছে। কারন তাদের আছে অতিমানবিক, সুপার পাওয়ার। চলুন দেখে নেই একজন ফ্রিলান্সরের কি কি ক্ষমতা আছে!
 
১. ফ্রিলান্সারের বাড়িতে একটা ছেলে কাজ করতো। সকালে তাকে বাজারে পাঠাতো ফ্রিলান্সার। লিস্ট ধরিয়ে দিয়ে বলতো, ‘এক দৌঁড়ে গিয়ে, এক দৌঁড়ে ফিরে আসবি।’ সেই ছেলেটির নাম হল উসাইন বোল্ট 🙂
 
২. ফ্রিলান্সার একবার বানান প্রতিযোগীতায় অংশ নিয়েছিল। সে যে প্রথম হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। পরীক্ষায় তার ব্যবহৃত খাতাটি কালক্রমে ‘অক্সফোর্ড ডিকশনারি’তে পরিণত হয় 😉
 
৩. হিটলারের সাথে একবার ফ্রিলান্সার লাঞ্চে গিয়েছিল। হিটলার তাকে খুব মান্য করত। হিটলার সবিনয়ে জানতে চাইল, স্যার কোন জিনিস আপনি ঘৃণা করেন? ফ্রিলান্সার বলল “Juice” আর হিটলার ভুলে শুনল “Jews” বাকিটা করুন ইতিহাস :'(
 
৫. একদিন সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রনম্যান, ব্যাটসম্যান, কৃশদের একটা রি-ইউনিয়ন হয়েছিল। সেবার সবাই ফ্রিলান্সারের বাসায় গিয়ে হাজির হয়েছিল। আসলে সেদিনটা ছিল ‘শিক্ষক দিবস। শিক্ষককে সম্মান জানাতেই হয় 😀
 
৫. ফ্রিলান্সার বিদেশে যাবার সময় যখন ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তখন কর্তব্যরত অফিসাররা তাকে তাদের পাসপোর্ট-ভিসা দেখান। কিছু করার নেই, চাকরি বাচাতে হবেত 🙁
 
৬. ফ্রিলান্সার একবার ক্রিকেট খেলতে নেমেছিল। প্রথম বলেই ছক্কা হাঁকায়। বল হারিয়ে যাওয়ায় আর খেলা হয়নি। বলটির নাম এখন ‘প্লুটো’।
 
৭. ফ্রিলন্সার পিঁয়াজকেও কাঁদিয়ে ছাড়তে পারে 🙂
 
৮. ফ্রিলান্সেরের ব্লাড গ্রুপ হচ্ছে AK-47
 
৯. যদি ফ্রিলান্সারের উইন্ডোজ ১০ ক্রাশ করে, এই ভয়ে বিল গেটস সব সময় তটস্থ থাকে :O উইন্ডোজ বিক্রি করেই তার সংসার চলে :'(
 
১০. কেউ ফ্রিলান্সার লিখে সার্চ দিলে গুগল বলেনা “Are You searching ফ্রিলান্সার ” গুগল বলে ” বাঁচতে চাইলে পিসি বন্ধ করে তাড়াতাড়ি পালাও”
 
১১. পেপাল ফ্রিলান্সারের ভয়েতে এই দেশে আসে না, কারন হচ্ছেে একবার ফ্রিলান্সারের ৫ মিলিয়ন ডলার একাউন্টে আসতে ১ সেকেন্ড দেরি করেছিল।
 
১২. ফ্রিলান্সার ১১KB RAM দিয়ে উইন্ডোজ ১০ চালাতে পারে।
 
১৩. সময় একমাত্র ফ্রিলান্সার ছাড়া কারো জন্য অপেক্ষা করে না 🙂
 
১৪. ফ্রিলান্সারের কোন বাসা নেই। সে যেই বাসায় যায়, সেই বাসার সবাই, তার সম্মানার্থে বাসা ছেড়ে চলে যায়। ওটাই তখন তার বাসা 😀
 
১৫. ফ্রিলান্সার বিয়ে করতে চায় না। কারন ফ্রিল্যন্সার হবার থেকে মজার কিছু দুনিয়াতে নেই 😀
 
ক্রেডিটঃ চাক নরিস ফাক্ট থেকে ভাবান্তর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *