উপহারঃ 100 Brilliant Color Combinations
আমারা যারা গ্রাফিক্স ডিজাইনার , বিশেষ করে যারা নতুন শুরু করেছি, তাদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে, কালার কম্বিনেশন। কোন ডিজাইনে কি রং ব্যাবহার করব, বা কোন রঙের সাথে কোন রং এড করব বুঝতে পারি না। ফলে আমাদের ডিজাইনগুলো ফুটে ওঠে না। এই সমস্যা সমাধানের জন্য, খুব চমৎকার একটা কালার কালেকশন শেয়ার করছি। মুলত canva.com থেকে এই কালার কম্বিনেশন কালেক্ট করা হয়েছে। গত কয়কে বছর ধরে, আমি এই কালার প্যালেট ইউজ করছি, এবং আমার ডিজাইন আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখানে ১০০টি কালার প্যালেট আছে। আপনার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী কালার প্যালেট ইউজ করবেন।
মোট চারটি ক্যাটাগরিতে ১০০ টা কালার কম্বিনেশন দেয়া আছে। ক্যাটাগরি গুলো হচ্ছে।
১. Everyday Items
২. Food & Drink
৩. Nature
৪. Travel
স্রষ্টা হচ্ছে সব থেকে বড় কারিগর। আর প্রকৃতি হচ্ছে তার অপূর্ব নিদর্শন। প্রকৃতিতে যে কালার কম্বিনেশন আছে, তার সাথে কোন কিছুর তুলনা চলে না। মুলত প্রকৃতিতে থেকে অনুপ্রাণিত হয়েই এই কালার কম্বিনেশন গুলো তৈরি করা হয়েছে। তাহলে আর দেরি কেন কালেকশন গুলো কালেক্ট করতে এই লিঙ্কে চলে যান। আশা করি এগুলো আপনাদের কাজে আসবে। আর এই কালার কম্বিনেশন গুলো কিভাবে কাজে লাগাবেন, সেটা জানতে এই লিঙ্কে যান। চাইলে আপনি আপনার তোলা যে কোন ছবি থেকেও কালার প্যালেট জেনারেট করতে পারেন। কালার প্যালেট জেনারেট করার এই জন্য এই লিঙ্কে চলে যান, আপনার নিজের তোলা ছবি বা ভাল লাগা ছবি আপলোড করেন, সাথে সাথে আপনার নিজের কালার প্যালেট পেয়ে যাবেন। সেটা সেভ করেন, আপনার ডিজাইনে ব্যবহার করার জন্য।
আশা করি এই কালেকশন আপনার কাজে আসবে।
ধন্যবাদ!