টেম্পোরারি মেইল বা সাময়িক মেইলঃ
আমরা যারা অনলাইন প্রফেশনে আছি, বা সাধারণ যে কেউ, কোন সাইট থেকে কোন কিছু নামাতে গেলে, বা কোন কিছু ডাউনলোড করতে গেলে, বা সাময়িক রেজিস্ট্রেশনের জন্য, প্রচুর ইমেইল এড্রেস বার বার ব্যবহার করতে হয়। এটা খুবই বিরক্তিকর একটা কাজ। বিষয়টা খুলে বলি, এই সব সাইট আমাদের ইমেইলগুলো কালেক্ট করে, তাদের নিজেদের লাভের জন্য। যদিও প্রাইভেসি পলিসিতে তারা বলে দেবে যে আমাদের ইমেইল তারা কোথাও শেয়ার করবে না, ইত্যাদি ইত্যাদি। বাস্তবতা হচ্ছে এসব মেইল সংগ্রহ করে তারা স্পাম মেইল পাঠান শুরু করবে, এবং আমাদের ইমেইল এড্রেস আরও ১০টা থার্ড পার্টীর কাছে বিক্রি করবে। এমনকি নজরদারি করার জন্য CIA বা FBI এর মত নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে আমাদের মেইল দিতে পারে। এছাড়া আরও অনেক কিছু এরা করে থাকে আমাদের এই ইমেইল দিয়ে।