দুই ফোঁটা রস দেয়া বায়ার 

 

ফ্রিলান্সিংএ শুরুর দিকের ঘটনা! গ্রাফিক্সের কাজ। বায়ার কাজের রিকয়েরমেন্ট, ইয়া বড় একটা PDF ফাইল ধরিয়ে দিল। ঘণ্টা খানেক লাগিয়ে পড়লাম। এবার ইন্টারভিউ নিল, ভাল মত দিলাম! সে সন্তুষ্ট হয়ে ৫০ ডলারের কাজ ০৫ ডলারে ধরিয়ে দিল  যেহেতু নতুন ছিলাম আর Fiverr এর মত মার্কেটপ্লেস তাই কিছু করার নেই  কাজ ভাল করে করে, ডেলিভারি দিলাম। কয়েকবার মডিফিকেশন চাইল  সেটাও দিলাম। এবার কাজ ফাইনাল করার আগে বায়না ধরল তাকে লিখিত স্বত্ত দিতে হবে, মানে এটার মালিক সে। মেজাজ চরমে পৌঁছে গেল  আরও যোগ করল, এটা না দিলে ডলার ফেরত দিতে হবে। কি আর করার   সবকিছু লিখিত আকারে তাকে দিয়ে দিলাম। হঠাৎ একটা গল্প মনে পড়ে গেল……

স্বামী স্ত্রীতে ঝগড়া, স্ত্রী ডিভোর্স চাচ্ছে। স্বামী একমাত্র ছেলেকে তার কাছে রাখতে চাইছে  কারন এটা তার নিজের ছেলে, এই জন্য   স্ত্রী খেপে গেল। উত্তরে বলল, গ্লাস আমার, চিনি আমার, পানি আমার, চামচ আমার, আর মাত্র দুই ফোঁটা লেবুর রস দিয়ে শরবত তোমার? তেমনি ভাবে বায়ারকে বলতে ইচ্ছা হচ্ছিল পিসি আমার, আইডিয়া আমার, সময় আমার, কষ্ট আমার, আর মাত্র ০৫ ডলার দিয়ে সব কিছু তোমার?

সময় বদলেছে, তখন নতুন ছিলাম, সাহস করে বলার কিছু ছিলা না। এখন যদি কোন বায়ার অন্যায় আবদার করতে আসে ত খবর আছে 

Similar Posts

One Comment

  1. হা হা হা ! শেষের জোক টা অসাধারণ হইছে ভাই যদিও বিষয়টা খুবই কষ্টের ছিল আপনার জন্য।

Comments are closed.