ময়মনসিংহে International Freelancer Day 2023 উদযাপন

ময়মনসিংহে International Freelancer Day 2023 উদযাপন

আলহামদুলিল্লাহ্‌ আমাদের ময়মনসিংহে প্রথমবারের মত উদযাপিত হল International Freelancer Day 2023, আমাদের বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলার ফ্রিল্যান্সারদের গ্রুপ FCMD এর উদ্যোগে স্থানীয় Purbasha Training Facilitation Centerএ এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আপনারা সবাই জানেন যে গত বছর থেকে ফাইভার মার্কেটপ্লেসের উদ্যোগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দিবস পালিত হয়ে আসেছে। ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলার মত আমাদের ময়মনসিংহেও আমরা নিজেদের মত করে এই দিবস পালন করি। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রোগ্রামে মোট ৮০ জন অনলাইন প্রফেশনালস এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই উপস্থিত থেকে এই প্রোগ্রাম সবাই উপভোগ করেন। সময় স্বল্পতার জন্য ইচ্ছা থাকা স্বত্তেও আমরা বড় আকারে এই প্রোগ্রাম করতে পারিনি। আগ্রহী অনেককেই না করতে হয়েছে। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ ইচ্ছা আছে সামনের বছর এই প্রোগ্রাম বড় আকারে করার।

ছোট এই প্রোগ্রামে কোন কিছুরই কমতি ছিল না। কমিউনিটির বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা অভিজ্ঞ ফ্রিল্যান্সারেরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন, পাশাপাশী তাদেরকে সরাসরি প্রশ্ন করার সুযোগ ছিল। বিষয় ভিত্তিক প্যানেল ডিসকাশন ছিল, সবাই সবার সাথে পরিচিত হয়েছি, নেটওয়ারকিং ছিল, নলেজ শেয়ারিং ছিল, র‍্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যাবস্থা ছিল, বিকালে আমরা বিশাল কেক কেটে এই দিনটিকে সেলিব্রেট করেছি, এমনকি ছোটখাট একটা সাংস্কৃতিক প্রোগ্রামও ছিল। দুপুরের খাবার ছিল চমৎকার এবং সুস্বাদু, বিকালের নাস্তা এবং সকালে চা বিস্কুটও ছিল অসাধারণ। আসলে একটা প্রোগ্রামে যা যা করা যায় তার সব কিছুই আমরা করেছি। সব মিলিয়ে অসাধারণ একটা দিন সবাইকে নিয়ে কাটাতে পেরে আমরা সত্যিই খুব খুশি। যারা এই প্রোগ্রাম সফল করতে নেপথ্যে থেকে কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আশা করি সামনের কোন প্রোগ্রামে আবার সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন এই কামনা করি।

ধন্যবাদ!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *