একজন কনফিউজড সাপোর্টার
একজন কনফিউজড সাপোর্টার
আমি প্রথম বিশ্বকাপ টিভিতে দেখি সেই ১৯৯৪ সালে। তারও আগে ৯০ এর বিশ্বকাপ দেখতে পারিনি, কারন টিভি ছিল না, কিন্তু শুনেছি। মনে আছে আমাদের এলাকার অধিকাংশ তখন আর্জেন্টিনাকে সাপোর্ট করত। কারন আগের ৮৬র বিশ্বকাপ আর্জেন্টিনা নিয়ে নিয়েছিল ম্যারাডোনার সৌজন্যে। ৮৬ র বিশ্বকাপের কথা ঠিক মনে নেই। তবে ১৫ টাকা দিয়ে আব্বা ম্যারাডোনার একটা গেঞ্জি কিনে দিয়েছিল এটা মনে আছে। ম্যারাডোনার কারনে আর্জেন্টিনার বিশাল একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে গিয়ে ছিল।
মনে আছে ৯০ সালে জার্মানি বিশ্বকাপ নিয়ে গেল বিতর্কিত এক পেনাল্টিতে। ফাইনালের পরের দিন ক্লাশ টিচার ক্লাশে এসেই বললেন কে কে আর্জেন্টিনার সাপোর্টার? দুই জন ছাড়া সবাই দাঁড়িয়ে গেল। যে দুইজন দাড়ায়নি তার ভিতর একজন হচ্ছি আমি, আর আরেকজন হচ্ছে, ক্লাশের ফার্স্ট বয়। সুযোগ সন্ধানী চালাক হিসেবে যার দুর্নাম ছিল। যা হোক স্যার তাকে জিজ্ঞেস করলেন তুই কোন দলকে সাপোর্ট করেছিস? উত্তরে সে বলল পশ্চিম জার্মানি (বর্তমান জার্মানি)। আর যায় কোথায়, সবাই তাকে পারলে পিষে ফেলে। মীরজাফর, ইবলিশ এসব নানা বাজে শব্দ তার উপর বর্ষিত হতে লাগল, এমনকি স্যারও তাতে উৎসাহ দিতে লাগল। অবশ্য তাতে তার কোন যায় আসে বলে মনে হল না 🙂 তার দল যে চ্যাম্পিয়ন! সে একেবারে নির্বিকার।
এবার আমার পালা। আমি কি উত্তর দেব। কারন সেই বিশ্বকাপ নিয়ে আমার কোন আগ্রহই ছিল না। আর খেলার তেমন কিছুই বুঝিনা 🙁 আমি বললাম আমি একেবারে নিরপেক্ষ, কোন দলকেই সাপোর্ট করি না। আর যায় কোথায়, সবাই হাসি ঠাট্টা শুরু করল। কেউ কেউ খোঁচাও দিল। ক্লাশ টীচার দাঁত মুখ খিঁচিয়ে বলল তুই ত মানুষের পর্যায়ে পড়িস না। কান ধরে দাড়িয়ে থাক >:( কি আর করার, পুরো ক্লাশে কান ধরে দাঁড়িয়ে থাকলাম। মনে আছে, অনেক আগে বাসে করে যাবার সময়, পাশের সিটে বসা এক রাজনীতি সচেতন মুরুব্বী, আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কোন দল করি। যখন বললাম আমি নিরপেক্ষ, কোন দল করি না, তখন তিনিও স্যারের মত মুখ ভেংচি দিয়ে বলেছিল, তুমি কি মানুষ >:(
যা হোক ক্লাশের সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করতে লাগল 🙁 আমার কি অপরাধ বুঝলাম না। এই দেশে নিরপেক্ষ থাকার কোন উপায় নেই 🙁 কোন না কোন দলকে সাপোর্ট করতেই হবে, না হলে আপনি মানুষের পর্যায়ে পড়বেন না! কি আর করার! তবে সেদিন থেকেই আমি বুঝতে পারলাম, আমি একজন কনফিউজড সাপোর্টার! মানে ঠিক বুঝে উঠতে পারি না কোন দলকে সাপোর্ট করব। বিশ্বকাপ শুরু করি একদলকে সাপোর্ট করে, কিন্তু দেখি পরে অন্য দলকে সাপোর্ট করা শুরু করেছি 🙂 তবে এর একটা সুবিধাও আছে, আর সেটা হচ্ছে আমার দলই চ্যাম্পিয়ন হয় 🙂 শুধু ব্যাতিক্রম হচ্ছে ২০০৬ সালের বিশ্বকাপ। ফাইনালে মনে প্রাণে ফ্রান্সকে সাপোর্ট করলাম। জিতেই যাচ্ছিল তারা। কিন্তু জিদান হঠাৎ মাথা গরম করে মাতেরাজ্জিকে ঢুস মেরে, সব মাটি করে দিল >:( অবশ্য তখন আর ইটালিকে সাপোর্ট করার সুযোগও ছিল না। কারন রুমে আরও অনেকের সাথে খেলা দেখছিলাম 😉
এই বিশ্বকাপ আমার কাছে ঠিক সুবিধার মনে হচ্ছে না। জার্মানিকে সাপোর্ট করলাম। কিন্তু তারা কি করল সবাই জানেন। ফলে মত পাল্টে ব্রাজিলকে সাপোর্ট দিলাম। কিন্তু তারও হোঁচট খেল। কি আর বলব >:( এর আগে স্পেনকে সাপোর্ট করে খেলা দেখা শুরু করলাম। কিন্তু পরে দেখি আমি পর্তুগালের সাপোর্টার হয়ে গেছি 🙂 রোনালদো যে খেলা দেখাল, সাপোর্ট না করে কেমনে পারি 🙂 মনে আছে গত বিশ্বকাপে শুরু করেছিলাম স্পেনকে দিয়ে। কিন্তু যাচ্ছেতাই খেলে তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল। ফলে মত পাল্টে ব্রাজিলকে সাপোর্ট দিলাম। স্বাগতিক বলে কথা। কিন্তু জার্মানি যে খেলা শুরু করল, তাতে ওদের জন্য মনের কোনে একটা সফট কর্নার তৈরি হয়ে গেল। আর সেমিফাইনালের সেই ৭ UP ঘটনার পর সেটা পাকাপোক্ত হয়ে গেল। কিন্তু এদিকে কেমনে কেমনে যেন আরজেন্টিনা ফাইনালে চলে আসল। ছোট বেলার সেই ঘটনার পরে থেকে আর্জেন্টিনাকে কিছুটা এড়িয়ে চলতাম। কিন্তু শেষ বেলায় এসে মেসি তার ভেল্কি কিছুটা দেখানো শুরু করাতে, ওদের প্রতিও একটা ভাললাগা তৈরি হয়ে গেল। ফাইনালে জার্মানিকে সাপোর্ট দিয়ে খেলা দেখা শুরু করলাম। কিন্তু আর্জেন্টিনা যেভাবে তাদের রুখে দিচ্ছিল তাতে আর্জেন্টিনার প্রতি ভাললাগা আরো পোক্ত হয়ে যাচ্ছিল প্রায়। মনে মনে প্রায় ঠিক করেই ফেলছিলাম যে আর্জেন্টিনাকে সাপোর্ট করব। ঠিক এই সময় গোটসে কোথা থেকে এসে একটা গোল দিয়ে দিল। বুঝলাম জার্মানিই আমার চূড়ান্ত ভালবাসা 🙂
এর আগের ২০১০, ২০০৬, ২০০২… এসব বিশ্বকাপ নিয়ে লিখতে গেলে মহা ভারত হয়ে যাবে 🙂 তাই সেই দিকে আর গেলাম না। সত্যি কথা হচ্ছে আমার চরিত্র আমি নিজেই ঠিক বুঝতে পারি না। আসলে আমি একজন কনফিউজড সাপোর্টার। ঠিক বুঝতে পারি না আমি কোন দলকে ভালবাসি বা সাপোর্ট করি। তবে একটা জিনিস বুঝি সেটা হচ্ছে যে দল ভাল খেলে আমি তার পক্ষে আছি। সেটা যদি পানামাও হয়। আমি জানি আমার পোস্ট পড়ে বিভিন্ন দলের সাপোর্টার ভাই বোনেরা আমার উপর অনেক বিরক্ত হবেন। কিন্তু কি আর করার। আমি যে কনফিউজড সাপোর্টার, কিছু করার নেই 🙁 দেখি সামনের দিকে কোন দলকে সাপোর্ট করা যায়। তবে আমার সাপোর্ট করা দল চ্যাম্পিয়ন হবে এটা নিশ্চিত।
পোস্ট পুরা পরার দরকার নেই, না পড়লে আরও ভাল। আর পড়ে যদি আপনিও আমার মত কনফিউজড হয়ে পড়েন, তবে এর জন্য আমি দায়ি না 🙂
ধন্যবাদ!