Top-Rated সেলার হবার জন্য যা জানা প্রয়োজন!
আজকে ১০ তারিখ, ১৫ তারিখের লেভেল ইভালুয়েশন হবার বেশি দেরি নেই। কিছুদিন আগে আমার ৪০০০ তম রিভিউয়ের পোস্ট দেয়ার পর অনেকেই আমাকে ইনেবক্সে জিজ্ঞেস করেছেন আমি টপ রেটেড সেলার কি না বা টপ রেটেড হতে কত দিন বাকি 🙂 উত্তরে হচ্ছে আমি টপ রেটেড সেলার নই, এবং টপ রেটেড সেলার কোন সম্ভবনাই নেই 🙁 কেন নেই সেটা নিচে বলছি, গ্রুপে অনেকেই আছেন যারা টপ রেটেড সেলার হবার আশায় আছেন। আমার ফ্রেন্ডলিস্টে জানা মতে অন্তত ১০০ জন আছে যাদের TRS হবার সব শর্ত পূরণ হয়ে গেছে (স্ক্রিনশট দেখুন) । তার মানে কি তারা সবাই TRS হয়ে যাবে? বিষয়টা মোটেও তা নয়। কেন নয় সেটা নিয়েই এই পোস্ট।
ধরে নিচ্ছি আপনার TRS হবার সব শর্ত পূরণ হয়েছে। এর বাহিরে আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
১. TRS সিলেকশন Fiverr ম্যানুয়ালি সিলেক্ট করবে। লেভেল-১ বা ২ এর মত অটো না। কাজেই আপনার প্রফাইল কষ্টি পাথরে যাচাই হবে।
২.খুব হাই কয়ালিটির সার্ভিস দিতে হবে। যেমন সবাই শিক্ষক কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কখনই এক হতে পারে না। তেমনি ভাবে আমরা সবাই ফ্রিলান্সিং করি কিন্তু সার্ভিসের মান কম বেশি আছে। বিষয়টি নিজ দায়িত্বে বুঝে নেন। আমি ইমেজ রিটাচিং এর কাজ করি। এটা গ্রাফিক্সের একেবার প্রাথমিক পর্যায়ের কাজ, এমনকি অনেকে একে গ্রাফিক্সের মধ্যেই রাখতে চান না 🙁 কাজেই আমার TRS হবার সম্ভবনা এখানেই শেষ 🙁
৩. গিগের এভারেজ প্রাইস নুন্যতম ৩০ ডলার হতে হবে। এটা আমি একটা খুব নির্ভরযোগ্য সুত্র থেকে জেনেছি। যদিও Fiverr এটা কোথাও বলেনি। কাজেই আপনার গিগের এভারেজ সেলিং প্রাইস যদি অনেক বেশি হয় তবে আপনার TRS হবার সম্ভবনা অনেক বাড়বে। আমার এবারেজ গিগ প্রাইস এর ধারে কাছেও নেই। ভাই আমি ০৫ ডলারের সেলার 🙁
৪.বায়ারের খুব ভাল রিভিউ থাকতে হবে, বায়ারের সাথে অনেক ভাল রিলেশন থাকতে হবে। এবং সেলারের কাজে বায়ার অনেক সন্তুষ্ট থাকতে হবে। বায়ার রিভিউ দেয়ার সময় সেলারকে আরও কিছু রেটিং দেয়। সেটা আমরা দেখি না। Fiverr এটা সংরক্ষণ করে সেলারের সম্পর্কে ধরনা নেয়ার জন্য। হাজার হাজার রিভিউ বা একাউণ্ট অনেক পুরাতন হওয়া এখন আর TRS এর শর্ত না। যেমন সম্প্রতিক কালের দেশের যে দুই জন TRS কে আমরা পেয়েছি তাদের প্রফাইল ২০১৬ সালের আর রিভিউ ১ হাজারের বেশ নিচে।
৫. ভাল পোর্টফলিও থাকতে হবে। আপনার সম্ভব সব ধরনের পোর্টফলিও Fiverr এ যুক্ত করেন। এটা আপনার প্রফাইলে ভ্যালু এড করবে। Fiverr রিভিউ করার সময় এটা চেক করবে।
Fiverr এর লেভেল আপডেটের পর, টপ রেটেড সেলার হবার সম্ভবনা অনেক বেড়ে গেছে। কাজেই যারা ভাল করছেন তাদের উচিৎ এই ব্যাপারে বিশেষ নজর দেয়া। গত দুই ইভালুয়েশনে আমাদের দেশ থেকে বেশ কয়েকজন TRS পেয়েছি। আশা করি সামনেও আরও পাব। তারা দেশের জন্য গর্ব।
আমার মত যারা আছেন, অল্প রেটে, ছোটখাট বিষয়ে কাজ কর্ অনেক অনেক রিভিউ পেয়েছে, তাদের উদ্দেশে বলব TRS হবার চিন্তা বাদ দিয়ে ইনকামের দিকে ফোকাস করেন আর স্কিল ডেভেলপ করেন। আসলে দিন শেষে টাকাই সব 🙂 আর TRS হলে যে বিরাট কিছু হয়ে যাবে বিষয়টি তেমন না। এই দেশে জ্ঞানী গুণীর কোন কদর নেই। শুনেছি অনেকেই TRS হয়েছেন, কিন্তু ভয়েতে নিজেদের প্রকাশ করছেন না। কারন যদি প্রফাইলের ক্ষতি হয় 🙂 তাহলে এই TRS দিয়ে কি লাভ 🙂
সবাই ভাল থাকবেন! TRS হলে বাপের বেটার মত গ্রুপে পোস্ট দিয়ে জানাবেন 🙂
বিঃ দ্রঃ উপরের মতামতগুল একন্তই আমার নিজের, কাজেই এটা সিরিয়াসলি না নেয়ার অনুরোধ থাকবে।