টিপস অ্যান্ড ট্রিক্সঃ টেম্পোরারি মেইল এবং এর ব্যবহার

টেম্পোরারি মেইল বা সাময়িক মেইলঃ

আমরা যারা অনলাইন প্রফেশনে আছি, বা সাধারণ যে কেউ, কোন সাইট থেকে কোন কিছু নামাতে গেলে, বা কোন কিছু ডাউনলোড করতে গেলে, বা সাময়িক রেজিস্ট্রেশনের জন্য, প্রচুর ইমেইল এড্রেস বার বার ব্যবহার করতে হয়।  এটা খুবই বিরক্তিকর একটা কাজ।  বিষয়টা খুলে বলি, এই সব সাইট আমাদের ইমেইলগুলো কালেক্ট করে, তাদের নিজেদের লাভের জন্য। যদিও প্রাইভেসি পলিসিতে তারা বলে দেবে যে আমাদের ইমেইল তারা কোথাও শেয়ার করবে না, ইত্যাদি ইত্যাদি। বাস্তবতা হচ্ছে এসব মেইল সংগ্রহ করে তারা স্পাম মেইল পাঠান শুরু করবে, এবং আমাদের ইমেইল এড্রেস আরও ১০টা থার্ড পার্টীর কাছে বিক্রি করবে। এমনকি নজরদারি করার জন্য CIA বা FBI এর মত নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে আমাদের মেইল দিতে পারে। এছাড়া আরও অনেক কিছু এরা করে থাকে আমাদের এই ইমেইল দিয়ে। 

কাজেই নিজের পার্সোনাল মেইল বা আপনার মাস্টার মেইল যত্রতত্র ইউজ করা বিরাট  বোকামি হবে। এর ভাল একটা জবাব হচ্ছে  10 minute mail, মানে এমন একটা ইমেইল এড্রেস যেটা ১০ মিনিট পর ওয়েবে তার কোন অস্তিত্ব থাকবে না। এটা দিয়ে আপনি আপনার রেজিঃ করা সহ অন্যান্য ওয়েবের কাজ করতে পারবেন।  ১০ মিনিট পর এই মেইলের আর অস্তিত্ব থাকবে না। এবার কর তোমার ব্যবসা 🙂 বোকাগুলো যখন সেই টেম্পোরারি মেইলে, মেইল করে আপনাকে ধন্যবাদ দেবে বা বিভিন্ন অফার পাঠানো শুরু করবে, তখন সেগুলো দেখে সেই লেভেলের মজা পাবেন। চোরের উপর বাটপাড়ির মজাই আলাদা। চাইলে এই ইমেইলের মেয়াদ আরও বাড়তি ১০ মিনিট করে অনেকবার এড করে নিতে পারবেন।

আবারো চালাকিঃ

এই ধরনের সাময়িক মেইল একটু ভাল করে খেয়াল করলেই ধরা যায়। কারন তাদের  এক্সটেনশন থাকে ভিন্ন রকমের, জিমেইল বা ইয়াহু মেইলের মত প্রফেশনাল না। ফলে ইদানীং সাইটগুলো আরও চালাক হয়ে গেছে। অনেক সাইট এখন আর 10 Munites Mail এর মত মেইল সাপোর্ট করে না। 

এখন তা হলে কি করার? এর মোক্ষম জবাব হতে পারে  Temp Mail  এই মেইলের কাজও অনেকটা 10 Munites Mail এর মতই। তবে এটা যতখন দরকার ততক্ষণ ইউজ করা যায়। আর এর এক্টটেনশনও অনেক প্রফেশনাল। ফলে প্রায় সব সাইটই এটা একসেপ্ট করে। কাজেই আপনি অনায়াসে এটা ইউজ করতে পারেন।

পরিশিষ্টঃ

সব শেষে একটা কথা বলতে চাই আর সেটা হচ্ছে ওয়েবে থাকতে হলে অনেক বেশি স্মার্ট হতে হবে। যত্রতত্র নিজের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। নিজের প্রাইভেসি নিজেকেই রক্ষা করতে হবে। না হলে বিপদ আসতে পারে যে কোন সময়। তাই সময় থাকতে সাবধান হতে হবে। আশা করি এই টিপস আপনি সহজেই ইউজ করতে পারবেন। এই দুইটা সাইটের বাহিরেও আরও অনেক ধরনের সাইট এই ধরনের সার্ভিস দিয়ে থাকে ভিন্ন ভিন্ন ফিচার সহ। আপনার এমন কিছু জানা থাকে আশা করি কমেন্টে শেয়ার করবেন। আমাদের সবার কাজে আসবে।

ধন্যবাদ!

Similar Posts