Fiverr, ১নং ফ্রিলান্স মার্কেটপ্লেস, আর আমাদের ভুমিকা
কয়েকদিন আগে গ্রুপের এক ছোট ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। কথা প্রসঙ্গে সে বলছিল Fiverr এখন ১ নং ফ্রিলান্স মার্কেটপ্লেস। কিভাবে সে শিওর হল জিজ্ঞেস করাতে সে বলল Alexa রাঙ্কিং এ Upwork এবং Freelancer.com কে অনেক আগেই তাঁরা টপকে গেছে (স্ক্রিনশট দেখুন)! কোন সাইট কত নম্বরে আছে এটা বের করার ক্ষেত্রে Alexa কে অন্যতম মানদন্ড ধরা হয়। যারা SEO বা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করেন তাঁরা আরও ভাল বলতে পারবেন।
Fiverr একদিন ১নং মার্কেটপ্লেস হবে এটা সবাই জানতাম। আমার আলোচনার বিষয় সেটা না। আমার কথা হচ্ছে তাদের ১নং হবার পিছনে আমাদের ভুমিকা নিয়ে। হাজার হাজার বাংলাদেশি সেলার, প্রতিনিয়ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ব্লগ সাইট, ফোরাম সাইট ইত্যাদিতে Fiverr এর প্রমোশন করে যাচ্ছে। এতে আমাদের কোন লাভ হোক না হোক Fiverr প্রতিনিয়ত প্রচুর ভিজিটর পাচ্ছে। আর এই ভিজিটরেরাই তাদের রাঙ্কিংএ এগিয়ে নিতে হেল্প করছে। আমরা বাংলাদেশিরা Fiverrএর ভিজিটর বাড়াবার ক্ষেত্রে ফ্রিতে যে পরিমান হেল্প করেছি, আমার মনে হয়না অন্য কোন দেশ এত হেল্প করেছে। আমার ফেন্ডলিস্টে আছে এমন কিছু আহম্মক সেলার দেখেছি, যারা নিজেদের ফেসবুক প্রফাইলে নিয়মিত গিগ শেয়ার দেয় কতবড় গাধা হলে এমন কাজ করে
গিগ মার্কেটিং নিয়ে আমি একসময় প্রচুর স্টাডি করেছি এবং বিভিন্ন ভাবে ফ্রি এবং পেইড গিগ মার্কেটিংও করেছি। ক্লিক ভিউ প্রচুর হয়েছে কিন্তু সেল বাড়েনি। জানি না আপনাদের কি অবস্থা। আর কেউ যদি আসলেই ভাল মার্কেটিং জানেন তবে আমি বলব Fiverr এ নিজের মার্কেটিং করা বাদ দিয়ে নিজের মার্কেটিং করেন। আখেরে লাভ আপনারই! আর Fiverr হচ্ছে এমন একটা মার্কেটপ্লেস যারা সেলারদের কোন দামই দেয় না। আর বাংলাদেশি হলেত কথাই নেই। কাজেই তাদেরকে ফ্রিতে মার্কেটিং করে, উপকার করার কোন কারন দেখি না। বরং বলব এই সময়টুকু নিজের স্কিল বাড়াবার কাজে ব্যয় করেন, নিজেকে দক্ষ করে গড়ে তোলেন। কারন লাভ আপনারই। কারনটা সবাই জানি, দক্ষ লোকের কাজের কোন অভাব নেই।
ধন্যবাদ!