দারাজের চলমান Any 3 অফারে কেনাকাটা ও রিভিউ

আমি অনলাইনে নিয়মিত কেনাকাঁটা করি। বিশেষ করে দারাজ থেকে প্রচুর কেনাকাটা করি। দারাজের চলমান Any 3 অফারে গতকাল ৩ টা এবং আজকে ৩ টা মোট ৬টা প্যাকেট রিসিভ করেছি। মানে ৫০০ টাকা তাদের লিস্টের যে কোন তিনটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন।

এর পরের অর্ডারগুলো ৭০০ টাকা করে পড়বে। প্রথম অর্ডার ৫০০ টাকার মত ছিল এর পরের প্যাকেট সবগুলো ৭০৯ টাকা করে পড়েছে। মোট ২০ টার মত অর্ডার করেছি। আরো ১৪ টার মত অর্ডার আসবে। এই পর্যন্ত যা যা পেয়েছি সব গুলোর রিভিউ করছি। আমার মতে যারা দেখে শুনে কিনেছেন তারা জিতেছেন। যারা না বুঝেই অর্ডার করেছেন তারা কিছুটা ঠকবেন। অবশ্য প্রোডাক্ট পছন্দ না হলে ফেরত দেয়া যাবে।

১. শাওয়ার হেডের সাথে পাইপ দেয়ার কথা ছিল দেয় নাই। এটা স্টিলের না, প্লাস্টীকের বিল্ড, কোয়ালিটি অবশ্য ভালই। রেটীং ৪/১০

২. সানগ্লাসটা অসাধারণ, প্রিমিয়াম কোয়ালিটীর, আমার কাছে সুন্দর একটা বক্স আছে সেটাতে সুন্দর মানিয়ে গিয়েছে, রেটীং ৮/১০

৩. মেমোরি কার্ড মোবাইলে ঠিকঠাক কাজ করছে, ৬৪ জিবির তবে কত দিন যাবে সেটা কিছু দিন ইউজ না করে বলা যাচ্ছে না। রেটীং ৬/১০

৪. ঘড়িটা ভাল, আমাদের দেশেই ২০০-২৫০ টাকায় এমন ঘড়ি পাওয়া যায়। রেটীং ৫/১০

৫. চাবির রিং এর সাথে গেম, আমি ভেবেছিলাম একটা পাব এখন দেখি দুইটা, দেখতে বেশ কিউট এবং খেলে অনেক মজা, রেটীং ৭/১০

৬. হেড ল্যাম্প বেশ ভালই, আলো প্রচুর হয়। বিল্ড কোয়ালিটী বেশ হালকা। ব্যাটারি চেঞ্জ করলে অনেক দিন যাবে। রেটীং ৬/১০

৭. পোকামাকড় তাড়ানোর যন্ত্র, এখনো চেক করিনি তাই রেটীং দিলাম না। যদি কাজ করে তবে পয়সা উসুল।

৮. ড্রিল বিট, এই দামে এমন অসাধারণ তিনটা ড্রিল বিট পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। রেটীং ৮/১০

৯. পোর্টেবল স্ক্রু ড্রাইভার, অসাধারণ একটা জিনিস, আমার মত যারা DIY নিয়ে কাজ করে তাদের জন্য মাস্ট, রেটীং ৯/১০

১০. কাটীং নাইফ সেট। এই দামে এটা বেস্ট ডিল ছিল। আমার খুবই কাজে আসবে রেটীং ৮/১০

১১. TWS তিনটা অর্ডার করেছিলাম ছবির সাথে মিল থাকলেও বিল্ড কোয়ালিটি একেবারেই হালকা এবং বক্স সাইজে খুবই ছোট। তবে খুবই ভাল কাজ করছে। সাউন্ড কোয়ালিটি মোটামুটি, আর কোন কানেকশন সমস্যা নেই। ইয়ারফোনের চার্জ মোটামুটি দুই ঘন্টা থাকে। আর বক্স দিয়ে দুই বারের মত চার্জ দেয়া যায়। এগুলোর দাম ২০০ টাকার আশেপাশে হলে ভাল হত। রেটীং ৫/১০

১২. একই জিনিস, আমার ভাইকে গিফট করে দিয়েছি।

১৩. এই TWS এর বিল্ড কোয়ালিটি আগের গুলোর থেকে একটু ভাল তবে সাইজ ছোট। আর বাকী সব আগের গুলোর মতই। রেটীং ৬/১০

১৪. নেইল ক্লিপার, এটা অনেক কাজের একটি জিনিস, খুব সহজেই নখ কাঁটা যায়। আমার কাছে এটা ভাল একটা ডিল মনে হয়েছে। প্রাইসিংও ভাল রেটীং ৭/১০

১৫. ট্রিমার-১ দারাজে ছবিতে যেমন দেখানো হয়েছে সেটার মত না। পুরাটাই প্লাস্টীক দিয়ে তৈরি। তবে ভালই কাজ করে। এটার দাম ২০০ টাকার আশে পাশে হলে ঠিক আছে। যারা ৫০০ টাকার অফারে কিনেছেন তারা জিতেছেন, আমার মত ৭০০ টাকা কিনে থাকলে ঠকেছেন। এটা আসল মেটালের ধারে কাছেও না। কেউ যদি এই ট্রিমার অর্ডার দিয়ে থাকেন তবে ফর্মেট দেয়াই বেটার। রেটীং ৪/১০

১৬. ট্রিমার-২ ১৫ নাম্বারের মতই সেম জিনিস।

১৭. জ লাইন এক্সাসাইজার, এটা নিয়মিত দিনে ১৫ মিনিট ইউজ করলে মুখের শেপ সুন্দর হয়। অনলাইনে এমনিতেই দাম ৩০০ টাকার আশে পাশে। কাজেই এটায় লাভ লোকসান নেই। যেহেতু এখনো ইউজ করিনি তাই রেটীং দিলাম না।

১৮. Garden Potato Grow Bag, এটা দিয়ে আলু চাষ করা যায়। বিশেষ ভাবে গাছের ক্ষতি না করেই আলু বের করা যায়। এটা কিনে সব থেকে বড় ধরা খেয়েছি। এটা মূলত ফিস ফিডের ব্যাগের কোয়ালিটি। কোন মতেই ১০০ টাকার বেশি হওয়া উচিৎ না। আর মাটি ভরার পরে এটা সরানো মুশকিল হবে। এটা কেউ কিনবেন না। রেটীং ১/১০

আমার মতে দারাজ ৩টা প্রডাক্টের অফার দিয়ে বেশ ভাল একটা গেম খেলেছে। তারা এমন ভাবে প্যাকেজ সাজিয়েছে যে, নতুন যে কেউ কিনতে গেলেই ঠকবে, যারা দারাজে কেনা কাটায় অভিজ্ঞ তারা বুঝে শুনে কিনলে মোটামুটি জিতবেন। তবে বিশাল আকারের কোপ দেবেন এটা কেউ ভাববেন না। তবে ওভারঅল আমার অভিজ্ঞতা মোটামুটি। এই অফার এখনো আছে। অনেকেই প্রডাক্টের এখন রেটীং দিচ্ছেন। ভাল রিভিউ দেখে চাইলে ৭০০ টাকায় এখনো ভাল ভাল প্রোডাক্ট কেনা যাবে। আমি যা যা কিনেছি সবই আমার দরকারি জিনিস। ভাল রিভিউ দেখে আরো কিছু অর্ডার করব। কিছু জিনিস একাধিক কিনেছি গিফট দেয়ার জন্য।

রিভিউ পড়ার জন্য ধন্যবাদ!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *