ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কেমন?

কিছু দিন আগে ফ্রিল্যান্সিং এর ভুত ও ভবিষ্যৎ শিরনামে একটা লেখা পড়ে অনেকেই ডিমটিভেটেড হয়েছিলেন। বিশেষ করে নতুনেরা, এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত। আসলে আমি মার্কেটপ্লেসগুলোর বর্তমান অবস্থাটা বুঝাতে চেয়েছিলাম। আমরা যারা একেবারে সাধারণ ক্যটাগরির কাজ করি, এবং খুব বেশি মাত্রায় মার্কেটপ্লেসের উপর নির্ভরশীল মুলত তাদেরকে সাবধান করার জন্যই সেই লেখাটা ছিল। আশা করি বুঝেছেন।
 
Freelancing Market Size
এখন প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কেমন? উত্তর হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ খুবই উজ্জল। এবং এর সম্ভবনা দিন দিন বাড়ছে। বিখ্যাত ম্যাগাজিন Forbes এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ইউএসএর এক তৃতীয়াংশ পেশাজীবী হচ্ছে ফ্রিল্যন্সার, যাদের মোট সংখ্যা হচ্ছে ৫৬.৭ মিলিয়ন। ২০২০ সাল নাগাদ ইউএসএর ৫০% পেশাজীবী হবে ফ্রিল্যানসার। বর্তমানে বিশ্বের সব ফ্রিল্যন্সারেরা মিলে প্রতিদিন ৩.৮ বিলিয়ান ডলার বিশ্ব অর্থনীতিতে যোগ করছে, যেটা বছরে প্রায় ১.৭ ট্রিলিয়ন।
 
কাজেই বোঝা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ ভাল। অনেকেই বলতে পারেন তাহলে মার্কেটপ্লেসের অবস্থা দিন দিন কেন খারাপ হচ্ছে। উত্তর হচ্ছে বিভিন্ন বাধ্যবাধকতার কারনে, মার্কেটপ্লেসের থেকে বের হয়ে বায়ারেরা স্বাধীন ভাবে কাজ করতে চাচ্ছে। তারা সরসরি ফ্রিল্যন্সারের সাথে, অথবা কোন এজেন্সির সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। ফলে মার্কেটপ্লেসে বায়ার দিন দিন কমছে। আর নিদিষ্ট কিছু ক্যাটাগরিতে ফ্রিল্যন্সারের পরিমান অনেক বেড়ে গেছে, ফলে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। আমাদের দেশের ফ্রিলান্সারদের দিকে যদি তাকাই, তবে দেখব নিদিষ্ট কিছু ক্যাটাগরিতেই আমরা বেশি কাজ করি। অথচ এসব ক্যাটাগরির বাহিরে ফ্রিল্যান্সিং এর বিশাল একটা জগত পড়ে আছে, সেদিকেও নজর দেয়া উচিৎ।
 
আমি আমার এক রেগুলার বায়ারের সাথে গত চার বছর ধরে কাজ করছি। কাজের সুবিধার জন্য এখন সরাসরি তার টিমের সাথে Slack (মেসেজিং সফটওয়্যার) এর মাধ্যমে কাজ করছি। মজার ব্যাপার হচ্ছে তার মোট ১০ জন এমপ্লয়ির মধ্যে, একমাত্র আমিই মার্কেটপ্লেসে কাজ করি। বাকিরা বিশ্বের বিভিন্ন স্থানে থেকে তার সাথে কাজ করে, সরাসরি পেমেন্ট নেয়। এই ধরনের কাজের স্টাইল এখন বেশি দেখা যায়। তাই আমার মতে মার্কেটপ্লেসের পাশাপাশি সবার উচিৎ কাজের বিশাল জগৎটাকে আবিস্কার করার চেষ্টা করা। ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ যেহেতু খুবই ভাল, তাই নিজেকে আপগ্রেড করে, সময়ের সাথে তাল মিলাতে হবে, আর তাহলেই ফ্রিলান্সিংএ ভাল করা এবং দীর্ঘদিন টিকে থাকা অনেক সহজ হবে।
 
ধন্যবাদ!
Facebook Comments