Fiverr নিয়ে দেশীয় প্রতারকদের প্রতারনার ফাঁদ! আর আমার Fiverr বিগ সিক্রেট টিপস!
Fiverr নিয়ে লেখালেখি করি বলে Fiverr নিয়ে যারা আগ্রহি তাদের অনেকেই আমাকে চেনে। প্রচুর মানুষের সাথে আমার যোগাযোগ হয়। তার প্রায় ৯৫% ই নতুন। ফলে অনেক কিছু আমি জানি, যেটা সাধারনের পক্ষে জানা সম্ভব না।
সব থেকে যে বিষয়টি আমাকে খুব কষ্ট দেয়া সেটা হচ্ছে Fiverr এর সিক্রেট টিপস বিক্রির নাম করে প্রতারণা করা। জাতি হিসেবে আমারা লোভী প্রকৃতির। অল্প পরিশ্রমে বা বিনা পরিশ্রমে আমরা ইনকাম করতে চাই। আর এটার বড় সুযোগ নেয় প্রতারকেরা। অনেক প্রতারণার কাহিনী আমি জানি। মনে রাখবেন প্রতারকদের কথা খুব মিষ্টি হয়, আর এরা খবু আত্মবিশ্বাস নিয়ে কথা বলে। ফলে নতুনেরা এমনকি পুরাতনেরাও বিভ্রান্ত হয়ে পড়ে। তারা প্রতারিত হয়। টিউশনির টাকা, পকেট খরচের টাকা এমনকি বউয়ের গয়না বিক্রি করে এই সব কোর্স কেনার কথা আমি জানি ইনবক্সে আমাকে অনেকে প্ররচিত করেছেন বা করছেন এদের নিয়ে লেখার জন্য। তাদের নাম ঠিকানা দিয়ে বিস্তারিত পোস্ট করার। আমি লিখলেই নাকি বিরাট কিছু হয়ে যাবে কিন্তু আমি এতটা বোকা নই। আমার বন্ধু না থাকুক কিন্তু শত্রু তৈরি করতে চাই না। এটা আমার ১০ বছরের চাকরীর অভিজ্ঞতা থেকে আমি শিখেছি। আর এই সব প্রতারকেরা আমার কোন ক্ষতি করেনি। তাদের সাথে আমার কোন সমস্যা নেই।
একটু বুদ্ধি খাটালেই যে কেউ এই প্রতারনার ধরতে পারবে। যেমন কিছু দিন আগে এক প্রতারক দেখলাম Fiverr এ ৬০ হাজার ডলার ইনকাম করেছে, অথচ ০৩ হজার টাকায় সিক্রেট কোর্স বিক্রি করছে। এখন আপনারাই বলেন যার যার লাখ লাখ টাকা ইনকাম সে কেন কোর্স বিক্রি করবে। আরেক প্রতারক সিক্রেট গ্রুপ খুলে Fiverr কোর্স বিক্রি করছে এক মাসে নাকি তার ইনকাম ০৫ হাজার ডলার! কিছু বলার নাই
যারা জানেন না, তাদের বলি এসব স্ক্রিনসট পুরাপুরি ভুয়া। ইউটিউবে সার্চ দেন অনেক টিউটোরিয়াল পাবেন কিভাবে একটা ওয়েব পেজ নিজের ইচ্ছা মত ইডিট করা যায়। আমি সেদিকে গেলাম না। তাই বলব নেটে যা দেখবেন তা সব বিশ্বাস করবেন না। আর এসব কোর্সে কি শেখায় সেটাও জানা। সেটা হচ্ছে বিদেশি মেয়ের প্রফাইল খুলে একজন আরকেজনকে রিভিউ দেয়া। এতে মাত্র ১ ডলার নষ্ট হচ্ছে। ফলে অনেক রিভিউ পায় গিগ রাঙ্ক করে। কিন্তু Fiverr ঠিকই ধরে ফেলে। এরা বেশিদিন টিকতে পারে না। তাদের প্রফাইলের রিভিউ চেক করলে সব ক্লিয়ার হয়ে যাবে। আর এই সব প্রতারকেরা নিজেদের আসল প্রফাইল জিন্দেগিতে আপনাকে দেবে না। কারন দিলেই তাদের গোমর ফাঁস
আমি মনে করি যে প্রতারিত হয় সে তারা নিজের ইচ্ছাতেই হয়। তার লোভের কারনে। এমনকি আমার এই লেখা পড়ার পরেও তারা টাকা দিয়ে কোর্স কিনবে, প্রতারিত হবে। আমি একজনকে চিনি, তাকে অনেক নিষেধ করার পরেও এক বাটপাড়ের ০৮ হাজার টাকার স্কাইপিতে অনলাইন কোর্স কিনেছিল। এখন অবশ্য আফসোস করে। কাজেই এরা প্রতারিত হবেই এতে আমাদের কিছু করার নেই। আরেকটি বিষয় না বললেই না, যারা এসব কোর্স কিনে যারা প্রতারিত হয়, তারা মুলত মেরুদন্ডহীন। প্রতারিত হয়েও ঠিক মত প্রতিবাদও করতে জানে না। একটা গ্রুপে এক প্রতারকের উপর পোস্ট দিয়েছিল ভুক্তভগিরা। সেই প্রতারকের এক দালাল বিশুদ্ধ বাংলায় কমেন্টে তাদের অভিযোগ খণ্ডন করছিল। আরা তারা সব বাংলিশে উত্তর দিচ্ছিল পড়তে গেলে দাঁত ভেঙ্গে যায়। উত্তরও ঠিক মত দিতে পারছিল না। কি আর বলব
তাই তাদের উদ্যেসে একটা কথাই বলব, বাংলাদেশের আইসিটি আইন অত্যন্ত কঠোর। তথ্য প্রমান সহ সবাই মিলে একজন লইয়ারকে ধরলে সেই প্রতারকের বাপের নাম ভুলে যাবার কথা। আর যতদূর জানি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ যদি টিউটোরিয়াল বানিয়ে বিক্রি করে তবে সেটা আইনত দণ্ডনীয়। এটা শিওর হয়ে বলছি কারন আমি একবার বাংলাদেশের একজন বড় মার্কেটারের টিউটোরিয়াল কিনেছিলাম। যেটা কপি রাইট প্রটেক্টেড ছিল। কিন্তু একজন সেই টিউটোরিয়াল বাহিরে বিক্রি করাতে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। কাজেই যা যা করতে হবে আইন মেনে। আমরাও চাই আসলেই যদি এমন সিক্রেট কিছু থেকে থাকে তবে সেটা আইন মেনে যিনি আবিস্কার করেছেন তিনি ভাল দামে বিক্রি করুন। মেধারও একটা দাম আছে। কিন্তু প্রতারণা যেন না হয়।
এবার আমার সেই বিগ সিক্রেট টিপসঃ
আমি Fiverr এ আছি সেই ২০১৪ সাল থেকে। অনেক ঘাটের পানি খাওয়া মাল। আমি Fiverr এ যে বিগ সিক্রেট জেনেছি সেটা হচ্ছে “কঠোর পরিশ্রম” আর কিছু না। Fiverr এ সফল হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সর্ট কার্ট কোন রাস্তা নেই সাফল্যের। অনেকেই এটা শুনে মন খারাপ করে ফেললেন। বিশেষ করে নতুনেরা। কিন্তু ভাই আমার কিন্তু করার নেই। এটাই সত্য। সফল হতে গেলে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই।
ধন্যবাদ!
============================================
প্রতারক ভাইদের বলব, আমি আপনাদের বিরুদ্ধে কোন কিছু লিখিনি। লিখেছি কি? আমি আপনাদের নাম, প্রফাইল নেম, সিক্রেট গ্রুপ সব কিছু জানি। সেগুলো কি ফাঁস করেছি কি? করিনি! আপনাদের সাথে আমার কোন শত্রুতা নেই। আমি শুধু কিছু লোকদের সাবধান করতে চেয়েছি। ব্যাস এতটুকুই।
এই দেশ দুই নাম্বারি ধান্দা করার জন্য আগে থেকেই উর্বর ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কাজেই আপনাদের কাজ চালিয়ে যান তবে মনে রাখবেন প্রকৃতির প্রতিশোধ বড় নির্মম। প্রতারণার প্রতিটি পয়সা বহুগুনে কড়ায় গণ্ডায় শোধ করতে হবে। এর থেকে নিস্তার নেই।