ফ্রিলান্সিংএ আবহাওয়ার প্রভাব
ফ্রিলান্সিং এর প্রায় ০৫ বছরের অভিজ্ঞতা থেকে একটা বলতে পারি, যারা এফিলিয়েট মার্কেটিং করেন তাঁরা অনেক বেশি স্মার্ট! অন্তত আমাদের মত এভারেজ ফ্রিলান্সারদের থেকে তার অনেক বেশি আপডেট থাকেন। সাম্প্রতিক সব ধরনের তথ্যই তাদের কাছে হাল নাগাদ থাকে। কারন তাদের পেশার প্রয়জনেই এটা করতে হয়।
একজন এফিলিয়েট মার্কেটারের পোষ্ট দেখছিলাম। তিনি তার পোষ্টে বলছেন তার সেল অনেক কমে গেছে, এবং সামনে আরও কমবে। তার মতে এই অবস্থা মোটামুটি সবার জন্যই প্রযোজ্য এবং এটা অন্তত আরও একসপ্তাহ চলতে পারে। কারন আর কিছুই না, সেটা হচ্ছে আমেরিকাতে স্মরণকালের সবথেকে ভয়াবহ শীত পড়ছে। কোন কোন যায়গায় তাপমাত্রা শূন্যের নিচে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত নেমেছে। প্রায় ২৫ কোটি মানুষের এই তীব্র মেরু শিতের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ( খবরের লিঙ্ক পোষ্টের শেষে দেয়া হয়েছে) তার কথার কিছুটা সত্যতা পেলাম কিছু সেলারের সাথে আলাপ করে। তাদের সেল বেশ কমেছে এবং মেসেজও কম আসছে (আমার ভুলও হতে পারে)!
ফ্রিলান্সিং মার্কেটের সব থেকে বড় প্রভাবক হচ্ছে আমেরিকা। কারন বেশিরভাগ বায়ার হচ্ছে আমেরিকান। কাজেই এই আবহাওয়ার প্রভাব ফ্রিলান্সিং মার্কেটে পড়তেই পারে। তাঁরা এখন কেনাকাটা, অফিস বাদ দিয়ে ঘরে অনেকটা বেকার সময় কাটাচ্ছে। তাদের সরকারের পক্ষ থেকে এই রকম নির্দেশনাই দেয়া হয়েছে। তবে আশা করা যায় এই অবস্থা দ্রুত কেটে যাবে।
তবে কিছু সেলার আছে, তাদের ক্ষেত্রে এসব কোন নিয়ম খাটে না। কারন ইজ্রাইলি বায়ার তাদের ইয়ার দোস্ত, ফিলিপাইন, উগান্ডা, নাইজেরিয়া, ইন্ডিয়ান, পাকিস্তানি বায়ারেরা তাদের রেগুলার কাজ আর টিপস দেয়। এদের কাজ কখনই কমে না। কারন এসব দেশে এত শীত পড়ে না। কাজেই তাদের কাজ আসতেই থাকবে 🙂
সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ!
খবরের লিঙ্কঃ https://www.prothomalo.com/northamerica/article/1577251/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE