আমার ৫ ডলারের বায়ারেরা
সবাই জানি Fiverr নামের উৎপত্তি ৫ ডলার থেকে। কারন বিদেশে ৫ ডলারকে Fiverr বলে। ২০১৪ সালে Fiverr এর একটা বিজ্ঞাপন দেখেছিলাম, সেখানে লেখা ছিল মাত্র ৫ ডলারেই যে সার্ভিস পাচ্ছ, তার জন্য কেন ৫০ ডলার খরচ করছ। মানে এখানে ৫০ ডলারের সার্ভিস ০৫ ডলারেই পাওয়া যায় 🙂 সময় বদলেছে, এটা এখন আর ৫ ডলারের মার্কেটপ্লেস নেই। এটা এখন অনেক বড় মার্কেটপ্লেস, তাঁরা এখন আর ০৫ ডলারের সেলারদের দাম দেয় না। যাদের গিগের বেসিক প্রাইসিং বেশি তাদের গিগের এখন অগ্রাধিকার বেশি। আমি নিজেও অনেকদিন হয় ০৫ ডলারে কোন কাজ করি না। কিন্তু শুরু ছিল ৫ ডলার দিয়েই। শুরু কয়েক বছর আমার বেশির ভাগ বায়ার ছিল ৫ ডলারের। তাদের অনেকের সাথে এখনো কাজ করি। তাদের মধ্য থেকে কয়েকজনের গল্প বলি
১. এক UK বায়ার নাম দীপেশ, বাড়ী নেপালে, ৫ ডলারের উপরে কোন অর্ডার করত না। এমনকি ১০/১৫ ডলারের কাজও মাঝে মাঝে ০৫ ডলারে করিয়ে নিত 🙂 সম্পর্ক ভাল ছিল, তাই কিছু বলতে পারতাম না। খালি বলত তার বাজেট সমস্যা! নেপালের ২০১৫ সালের ভুমকম্পে তার পরিবারের অনেক ক্ষতি হয়েছিল। যদিও অনেকেই আহত হলেও, কেউ মারা যায়নি। আমি তার জন্য দোয়া চেয়ে গ্রুপে পোস্ট দিয়েছিলাম। সেই দীপেশের ব্যাবসা এখন অনেক বড়। সে আমাকে ভুলে যায়নি। এখন তার কোন অর্ডার ৫০ ডলারের নিচে হয় না। রেটও ভাল দেয়। বছর দুই আগে আমার ফেসবুক প্রফাইল খুজে আমাকে মেসেজ দেয়। আমি রিপ্লাই দিতে্ সে আমাকে সরাসরি কল দিয়ে বসে :O আমি ভয়েতে অনেকক্ষণ কোন কথাই বলতে পারিনি। সে বুঝতে পারে, আমাকে সাহস দেয়। বলে তুমি ফ্রিলান্সার, ইংরেজিতে কথা বলা তোমার জরুরী, এতে তোমার কাজ পেতে অনেক সহজ হবে। আমি তোমাকে হেল্প করব। সপ্তাহে দুই দি্ন ঘণ্টা দুয়েক করে, তার সাথে ইংরেজিতে কথা বলেছি। কিছু দিনের মধ্যেই সেই ইংরেজি বলার ভীতি কাটিয়ে উঠি। এখন আমার আপওয়ার্ক এর কভার লেটারে কনফিডেন্টলি লিখি “If you need, you can give me a call any time ” 🙂
২. Steve নামের এক বায়ার ২০১৪ সালে প্রথম কাজ করি। সব ৫ ডলারের, পরে জানতে পারি সে একজন মাল্টি মিলিয়নিয়ার, প্রতি সপ্তাহে শুধু Fiverr থেকেই ১৫ হাজার ডলারের সার্ভিস কিনত। পরে আমাকে বড় কাজের অফার দিয়েছিল, কিন্তু তখন সেই যোগ্যতা ছিল না, তাই সেই সুযোগ নিতে পারিনি। নিতে পারলে আমার গল্প হয়ত অন্যরকম হতে পারত। সে আমাকে যাচাই করার জন্য ইচ্ছে করেই ৫ ডলারের কাজ দিত। এভাবে অনেক দিন দেয়ার পর একদিন হঠাৎ ৫০ ডলারের কাজ। এর পর থেকে ৫০ ডলারের নিচে কাজ দিত না। শুধু তাই না তার বন্ধু বান্ধবদের কাছে আমাকে রেফার করত। জানিনা কেন সে আমাকে পছন্দ করত 🙂 এভাবে প্রায় ১৭ জন বায়ার শুধু তার রেফারেন্স থেকেই পেয়েছি। বলাই বাহুল্য তাঁরা কেউ ০৫ ডলারের বায়ার ছিল না 🙂
৩. Rick নামের এক বায়ার ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তার সাথে কাজ করি, শুরুতে অনেকগুলি ৫ ডলারের কাজ করি। এর পরে একদিন অনেক বড় একটা অর্ডার। বুঝলাম সে আমাকে যাচাই করছিল। মনে আছে ২০১৫ সালের রোজার মাসে, আমার ইনকাম প্রথম বারের মত হাজার ডলার ছাড়িয়েছিল শুধু এই এক বায়ারের কারনে। সেবার জীবনে প্রথমবারের মত, আমার সব আত্মীয় স্বজনদের ঈদের জামা কাপড় উপহার দিয়েছিলাম। আমার সব থেকে আনন্দের ঈদ ছিল সেটা। গ্রুপে এর উপর পোস্ট দিয়েছিলাম। গ্রুপের সেই সময়ের কেউ থাকলে মনে থাকার কথা।
৪. Yoel নামের এক ধর্মপ্রাণ ইজ্রাইলি ইহুদী, এতটাই ধর্মভীরু যে তাদের সাপ্তাহিক সাবাথের দিনে সে কোন কাজ করে না, শুধু ইবাদত করে। সেও শুরু করেছিল ০৫ ডলার দিয়ে, অনেকগুলো ০৫ ডলারের কাজ করার পর শুরু হল অর্ডারের বন্যা! কোন অর্ডার ১০০ ডলারের নিচে ছিল না। ২০১৬-১৭ সাল আমার ফ্রিলান্সিং এর স্বর্ণযুগ ছিল! শুধু এই এক বায়ারের কারনে। কারন তখন গিগের কিউতে বড় বড় এমাউন্টের অর্ডার থাকলে গিগ এমনিতেই সামনে থাকত। তার বড় বড় অর্ডার, আমার গিগকে সবার সামনে রাখতে হেল্প করেছিল। মনে আছে শুধু ২০১৬ সালেই ২০০০ রিভিউ পেয়েছিলাম। দুঃখের বিষয়, সে সব এখন ইতিহাস :'(
আসলে আমার ০৫ ডলারের বায়ারদের কথা বলতে গেলে আরও অনেকগুলি পোস্ট লাগবে। আমার এই পোষ্টের উদ্দেশ্য হচ্ছে, আমরা যেন কোন বায়ারকেই ছোট করে না দেখি! প্রকৃত ব্যবস্যায়ী তার সব ছোট বড় ক্রেতাকেই সমান ভাবে সম্মান করে। কারন সে জানে একদিন তার ছোট একজন ক্রেতা অনেক বড় হতে পারে। বিভিন্ন গ্রুপে দেখি অনেকেই ০৫ ডলারের বায়ারদের তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা ঠিক না। জীবনে ১ ডলারের কাজ জোটেনি এমন প্রচুর পাবলিক অনলাইনে আছে।
এক Upwork এই ৫৫ হাজার বাংলাদেশি ফ্রিলান্সারদের মধ্যে ৪৯ হাজার ফ্রিলান্সার এখন পর্যন্ত ১ ডলারও ইনাকাম করতে পারেনি :'( Fiverr এ আমাদের অবস্থা এত করুন না হলেও খুব একটা সুবিধার না। ১ ডলারও ইনকাম করেনি এমন প্রচুর সেলার Fiverr এ আছে। আমাকে কেউ হয়ত ০৫ ডলারে অর্ডার করেছে, এর মানে এমনও হতে পারে যে তার বাজেট তেমন নেই। সবাইকেই সম্মান করা উচিৎ! অন্য সবাইকে বাদ দিয়ে, একজন বায়ার আমার কাছে এসেছে, আসলে আমি সৌভাগ্যবান। তাকে সন্তুষ্ট করা আমার কর্তব্য! তবে খারাপ কিছু বায়ার থাকবেই, তাদের সংখ্যা একেবারেই নগণ্য! একটু কৌশলী হলে তাদের সহজেই ম্যানেজ করা যায়। আমার পোস্ট পড়ে কেউ বিভ্রান্ত হবেন না। আমি ০৫ ডলারের বায়ারদের মহান করছি না। শুধু এতটুকু বলতে চাই সব বায়ারকে যেন আমরা সমান ভাবে সম্মান করি। তাঁরা আছে বলেই আমরা আছি।
ধন্যবাদ!