আজকে Nokia 1100 মোবাইলটা সারভিসিং করে নিয়ে আসলাম। শখ করে এই পুরাতন মোবাইলটা ঢাকা থেকে আনিয়েছিলাম। কিন্তু ভাল পড়ে নাই, নষ্ট ফোন ধরিয়ে দিয়েছিল। তাই প্রায় ৩ বছর ড্রয়ারেই পড়ে ছিল। কিছু দিন আগে চোখে পড়াতে ভাবলাম, ট্রাই করে দেখি ঠিক হয় কিনা। শহরে গিয়েছিলাম ঠিক করাতে, কিন্তু কোন মিস্ত্রি ঠিক করতে রাজি হচ্ছিল না। […]