এর আগেও অনলাইন ফ্রিলান্সারের সাফল্যের উপর পোস্ট দিয়েছি। অনেক সফল ফ্রিলান্সারের গল্প জানি। যেহেতু তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। ইচ্ছা ছিল এটা নিয়ে সিরিজ করার। কিন্তু অধিকাংশ ফ্রিলান্সারই পরিচয় প্রকাশ করতে চান না। কারন পোস্ট দেয়ার পর পরই সবাই নক দেয়া শুরু করে। ফলে বেচারার অবস্থা কি হয় বলাই বাহুল্য। তাই পরিচয় গোপন রেখে
অনেক সফল ফ্রিল্যান্সার আছেন, যারা অনেকটাই নিরবে থাকেন, হয়ত কোন ফ্রিলান্সিং গ্রুপের পোস্টে একটা দুইটা লাইক বা একটা ছোট কমেন্ট, তাদের কার্যক্রম এতটুকুতেই সীমাবদ্ধ! অনেকে আছেন এসবের কিছুই করেন না। তার অর্থ এই না যে তারা স্বার্থপর, অন্যকে হেল্প করেন না। আসলে তারা প্রচার চান না। তারা নীরবে নিভৃতেই কাজ করেন, অন্যকে হেল্প করেন।