আমার পূর্বের মার্কেটিং এর, কাজের অভিজ্ঞতার আলোকে লেখা “ফ্রিল্যান্সিং স্ট্রাটেজিঃ: ব্লু ওশান Vs রেড ওশান” এ আপনাদের ব্যাপক সাড়া লক্ষ্য করে, দ্বিতীয় কিস্তি লেখা শুরু করলাম। আজকের বিষয় বায়িং সিগন্যাল! বায়িং সিগন্যাল কি? মার্কেটিং এর ভাষায় আপনার বায়ার যদি, আপনার প্রতি নুন্যতম আগ্রহ দেখায়, তবে সেটাই বায়িং সিগন্যাল!