ক্লায়েন্টের সাথে লাইভ চ্যাট, হোজ্জা স্টাইল

Upwork এ কাজ করতে যেয়ে ক্লায়েন্টের সাথে চ্যাট করতে হচ্ছে। দুঃখজনক হচ্ছে আধাঘণ্টা চ্যাট করার পর ১০ ডলারের কাজ ধরিয়ে দেয় >:( কিচ্ছু করার নেই 🙁 কামলা শ্রেণীর ফ্রিলান্সার বলে কথা।
 
গত কিছুদিন ধরে USA র এক ফিমেল ক্লায়ন্টের সাথে কাজ করছি, প্রয়োজনে অপ্রয়োজনে প্রায়ই স্কাইপিতে কল দেয়। সেদিন মাঝ রাতে হঠাৎ করে ভিডিও কল দিল। সে বলল, জামান আমাকে সরাসরি দেখতে তোমার কেমন লাগছে, আরও যোগ করল আমিও তোমাকে দেখতে চাই। আমার মধ্য বয়সী ফিমেল বায়ারকে, এই মাঝরাতে সরাসরি ভিডিওতে দেখে, রীতিমত আতংকিত হয়ে পড়লাম! হঠাৎ করে নাসিরুদ্দিন হোজ্জার একটা গল্প মনে পড়ে গেল।
 
হোজ্জা আবেগের বসে পাত্রি না দেখেই বিয়ে করে ফেলেছে! অনেক আশা নিয়ে বাসর ঘরে গিয়েছে। বাসর ঘরে স্ত্রী হোজ্জাকে বলল, মালিক, আপনি যদি আনুমতি দেন, তবে ঘোমটা খুলে, আমার চেহারা আপনাকে দেখাতে পারি 🙂 হোজ্জা অনুমতি দিল। ঘোমটা খোলা হল, বউয়ের চেহারা দেখে হোজ্জার মেজাজ খারাপ হয়ে গেল >:( প্রেম, ভালবাসা, আবেগ সব মুহূর্তে উধাও হয়ে গেল :'( এটা কোন চেহারা হল >:( এবার স্ত্রী বলল, আমার মালিক, আপনি অনুমতি দিলে আমি সবার সামনে বোরকা পড়ে পর্দা করতে চাই। উত্তরে হোজ্জা বলল, সবার সামনে বোরকা পড়ার কোন দরকার নেই (যে আমার চেহারা)! শুধু আমার সামনে আসার সময় বোরকা পড়লেই হবে ।
 
ফিমেল বায়ারকে দেখে আমারও হোজ্জার মত অনুভুতি হল। বায়ারকে বলতে ইচ্ছে হচ্ছিল, আন্টী অন্যের সাথে তুমি ধুমাইয়া লাইভ চ্যাট কর, কোন সমস্যা নেই, শুধু আমার সাথে ভয়েস চ্যাট করলেই হবে।

Similar Posts