উইন্ডোজ ৯৩

আমি প্রথম কম্পিউটার দেখি সেই ১৯৯২ সালে। আমাদের স্কুলে কোন একটা NGO এই পিসি নিয়ে এসেছিল। কয়েকশো ছাত্রছাত্রী সবাই মিলে বেশ বড় একটা রুমে, পিসির সামনে বসলাম। কয়েক ঘণ্টার প্রোগ্রাম ছিল। পিসি চালু করে দেখানোর আগে খালি বক্তব্য আর বক্তব্য >:( প্রথমে হেডস্যার, এর পরে অন্যান্য শিক্ষকেরা, এর পরে NGO এর কর্মকর্তারা। এদের কথা আর শেষ হয় না। বিরক্তির চরম পর্যায়ে যখন পৌঁছে যাচ্ছি, এমন সময় পিসি চালু হল। এক নিমিষেই সব কস্ট ভুলে গেলাম। সে কি এক শিহরণ :O মন্ত্রমুগ্ধের মত চেয়ে রইলাম। সাইজে অনেক ছোট ছিলাম বলে, চালাকি করে আমি বসেছিলাম একেবারে সামনে 🙂 ফলে সব কিছু পরিষ্কার দেখতে পারছিলাম। যিনি চালাচ্ছিলেন তিনি ছিলেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। পিসির সব কিছু বর্ণনা করতে লাগলেন। পিসিতে দাবা খেললেন, এক ছাত্রকে দিয়ে ছবি আকালেন। আমরা ছাত্রছাত্রিরা হা করে সব দেখতে লাগলাম। সেই সময় সেই পিসি আমার কাছে আলাদিনের চেরাগের মত মনে হয়েছিল। আর একটা ধারনা হল যে পিসি চালাতে গেলে ইঞ্জিনিয়ার হতে হবে 🙂 এটা সাধারন লোকের কাজ না।
 
পণ করলাম একদিন ইঞ্জিনিয়ার হয়ে এই পিসি আমি চালাবো। এই ঘটনার ০৬ বছর পর ১৯৯৮ সালে, ইঞ্জিনিয়ার হওয়া ছাড়াই প্রথম পিসি হাতে নিলাম 🙂 একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলাম কম্পিউটার শেখার জন্য। তখনো আমি ছাত্র, ফলে আমার আর ইঞ্জিনিয়ার হওয়া লাগল না 🙂 অপারেটিং সিস্টেম ছিল Windows 98, এক পিসিতে কয়েকজন বসতাম। কি শিখতাম বলাই বাহুল্য, সে আরেক গল্প 🙂 এখন Windows 10 চলে এসেছে। কত ফাস্ট আরে আপগ্রেড! বিশ্বাস করবেন কিনা জানি না, বছর দুই আগে শহরে একটা ফটোকপি, কম্পজের দোকানে আমি Windows 98 ওয়ালা পিসি দেখেছি। বেচারার পিসি এতই পুরাতন মডেলের যে, মনে হয় Windows 98 ছাড়া কিছুই চলে না। আমি বললাম অপারেটিং সিস্টেম আপগ্রেড করেন না কেন? সে আমার দিকে এমন ভাবে তাকালো যেন, প্রশ্ন করে আমি কোন পাপ কাজ করে ফেলেছি। তার মতে Windows 98 হচ্ছে বেস্ট, এটা দিয়েই সব কিছু করা যায়, কাজেই কি দরকার আপগ্রেড করার। আমি আর কথা বাড়ালাম না। বেচারা এই দিয়েই করে খায়। কি দরকার তাকে ঝামেলায় ফেলাবার।
 
কথা শেষ করি, কেউ যদি সেই Windows 98 এরও আগের ভার্সন Windows 93 দেখতে চান তবে এই সাইটে চলে যান  কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করলে বুঝতে পারবেন আগে কি জিনিস মানুষ ইউজ করত, আর এখন কি ইউজ করে। আশা করি মজা পাবেন। করার মত কিছু না থাকলে এই সাইট কিছুক্ষণ ঘাটাঘাটি করলে বেশ মজা পাবেন নিশ্চিত।
 
সবাই ভাল থাকবেন।
 
ধন্যবাদ!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *