গল্পটা বছর দুই আগের। একজন ক্লায়েন্ট আমার আরেক জন বড় ক্লায়েন্টের রেফারেন্সে আমাকে মোটামুটি বড় একটা অর্ডার করেছিল। মজার ব্যাপার হচ্ছে, সে নিজেও একজন ফ্রিল্যন্সার এবং আমার সেই বড় ক্লায়েন্টেরও কাজ করে। অনেক হাসি খুশি আর খোলা মনের মানুষ মনে হল। মেসেজ আদান প্রদান করে তার সম্পর্কে যা যা জেনেছিলাম তার সারমর্ম নিচে দেয়া হল! […]