ছোট বেলা থেকেই আমার ঠাণ্ডার সমস্য, অল্পতেই হাঁচি কাশি শুরু হয়ে যায়। করোনা কালের এই সময়ে, তাই আরও বেশি সাবধান থাকতে হচ্ছে। কিছু হলে বিনা বিনা চিকিৎসায় চলে যেতে হবে। বাসা থেকে বের হওয়া একেবারেই নিষেধ। গত তিন দিন পর, বাসার সিড়ির সামনে ১০/১৫ মিনিট বসেছিলাম মাত্র। গত তিন দিনে বাহিরে বের হওয়া বলতে এতটুকু। […]