আমরা যারা আস্তিক, সে যে ধর্মেরই হই না কেন, আমরা স্রষ্টায় বিশ্বাসী। আর একজন মুসলমান হিসাবে, সেই পবিত্র সত্তার উপর ঈমান আনা অবশ্যকর্তব্য! তিনি, মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আহংকার করা একমাত্র তারই সাজে। তিনি আমাদের প্রতি অনবরত করুণা বর্ষণ করে যাচ্ছেন। অথচ আমরা তার কৃতজ্ঞতা একবারেই স্বীকার করি না। সারাদিনের ব্যাস্ততার মাঝে,