আমার সম্পর্কে!

 

আমি গোলাম কামরুজ্জামান, মুলত একজন উদ্যোক্তা, লেখক, ফ্রিলান্সার। পড়াশোনা জাতীয় ভার্সিটি থেকে বোটানিতে অনার্স, মাস্টার্স। দেশের একটি স্বনামধন্য, বৃহৎ ফারমাসিউটিক্যাল কোম্পানিতে, দীর্ঘদিন মার্কেটিং এর উচ্চপদে জব করেছি।তবে চাকরীর বাঁধাধরা জীবন আমার ভাল লাগেনি, স্বাধীনতা আমাকে খুবই টানত। তাই ভাল বেতনের,  সম্মাননক একটা জব ছেড়ে, শুধুমাত্র স্বাধীনভাবে কিছু করার জন্য, অনিশ্চয়তার পথে যাত্রা শুরু করি এবং ফ্রিলান্সিং করার সিন্ধান্ত নেই। ফ্রিলান্সিং করার আগে,  মাঝে অবশ্য কিছুদিন ছোট খাট ব্যাবসাও করেছি, মুলত টিকে থাকার জন্য। প্রায় দেড় বছর লেগে থাকার পর,  ২০১৪ সালে প্রথম অনলাইন থেকে ইনকাম করি। সেই হিসেবে বলা যায়, আমার ফ্রিলান্সিং শুরু ২০১৪ সাল থেকে। Fiverr মার্কেটপ্লেস দিয়ে যাত্রা শুরু। ২০১৮ সাল থেকে Upwork এ কাজ শুরু করি। বর্তমানে Upwork এ Top Rated এবং Fiverr এ Level-2 সেলার হিসেবে আছি।  এর পাশাপাশি RAI Technologys (RAITEC) নামে একটি আইটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিইও। অবসর সময়ে লেখালখি করি। আমি পেশাদার লেখক না, মনের আনন্দে লিখি। শখের লেখক বলতে পারেন।  মুলত ফ্রিলান্সিং বিষয়ে বেশি লেখালেখি করি, চেষ্টা করি নতুনদের গাইডলাইন দেয়ার।  এর বাহিরেও সমাজ এবং সমসাময়িক বিষয় নিয়ে লিখি।  Fiverr রিলেটেড  বাংলাদেশের কয়েকটি বড় ফেসবুক গ্রুপের সাথে আমি সরাসরি সম্পৃক্ত আছি। Fiverr Bangladesh, Fiverr Help এবং Fiverr BD Solutios এর এডমিন হিসেবে সক্রিয় আছি শুরু থেকেই।

বর্তমানে যা করছি

 

ফ্রিলান্সিং এর পাশাপাশি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এইজন্য ২০১৮ সালে নিজের প্রতিষ্ঠান RAI Technologys (RAITEC) প্রতিষ্ঠা করি। বর্তমানে আমরা এখানে ০৬ জন আছি। ইচ্ছা আছে এটাকে আরও বড় করার। আমি মুলত গ্রমে থেকেই আমার কার্যক্রম পরিচালনা করছি। আমার ইচ্ছা আমার নিজের গ্রামের যুব সমাজকে নিয়ে কাজ করা। আমাদের সব কিছুই এখন শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। গ্রামের দিকেও আমাদের নজর দেয়া উচিৎ।

কিছু অর্জন

 

২০১৮ সালে ১২ জন বেকার যুবক যুবতীকে আমার প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিনামুল্যে চার মাস মেয়াদী প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের বিষয় ছিল গ্রাফিক্স ডিজাইনিং এবং ফটো ইডিটীং। শুধু তাই নয় এর মধ্য থেকে ০৬ জনের কর্মসংস্থান করি! এই বছর নতুন ০৮ জনকে নিয়ে নতুন ব্যচ শুরু হবে।২০১৮ সালের ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রোগ্রাম আমরা স্পন্সর করি। এছাড়া আরও সমাজসেবা মূলক কাজ করছি। 

আমার ইচ্ছা! 

 

আমার ইচ্ছা একজন উদ্যোক্তা হিসেবে সমাজের সেবা করা, নিজের পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করা। লেখালেখির মাধ্যমে ভাল কাজের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা। সবার একান্ত সহযোগিতা কামনা করছি। 

Facebook Comments